Guru james post

শূন্যস্থান পূরণ করুন।

সঠিক উত্তর আজ ৬-১-২০১৭ ইং (শুক্রবার) রাত ১০ টায় জানানো হবে দুষ্টুরা, ততক্ষন চেষ্টা করতে থাকুন।
A. তুমি যদি নদী হও, আমি হবো জেগে থাকা _____
১. চাঁদ ২. চর
B. ___ তাঁরা, রাতের তাঁরা, মা কে জানিয়ে দিস
১. ভোরের ২. ওরে
C. নিজ ___ পরবাসী, তোর চক্ষু নাই।
১. ঘুমে ২. ভূমে

CORRECT ANSWER : A2-B2-C2 …
A. তুমি যদি নদী হও, আমি হবো জেগে থাকা চর
B. ওরে তাঁরা, রাতের তাঁরা, মা কে জানিয়ে দিস
C. নিজ ভূমে পরবাসী, তোর চক্ষু নাই।

rules3

নিয়ম ৩

Rules ৩।  নিজের কোনো একক/ ব্যাক্তিগত ছবি পোস্ট করা যাবে না, তবে এই গ্রুপের যে কোন প্রোগ্রামের গ্রুপ ছবি পোষ্ট করা যাবে, গুরুর সাথে অথবা নগরবাউল ব্যান্ড মেম্বারদের সাথে কেউ ছবি তুললে অবশ্যই গর্বের সাথে পোস্ট করা যাবে, গুরুর ছবির সাথে নিজের ছবি এডিট করা যাবে না, জেমস গুরু’র ছবি তে নিজের নাম/আইডি লিখবেন না তবে আমাদের গ্রুপ এর নাম ছোট করে যেকোনো এক সাইডে দেয়া যেতে পারে যাতে ছবির সৌন্দর্য নষ্ট না হয়, যদি জেমস গুরু’র সাথে অন্য কোনো ব্যান্ড গায়কের ছবি থাকে, সেটা এডিট করে, কেটে বাদ দিয়ে, শুধু গুরু জেমস এর ছবি পোস্ট করতে হবে ।

লাকি-আখন্দ-ভাই-এর-অকাল

লাকি আখন্দ ভাই এর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত?

ঘুমে ঘুমে পালকি চড়ে, যেতে হবে অন্ধ ঘরে, ঘরের ভিতর আলো নাই …
লাকি আখন্দ ভাই এর অকাল মৃত্যুতে আমরা ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর সকল দুষ্টু গভীরভাবে শোকাহত। লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া, ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া !!! এই গানটি উনার নিজের music আর সুর করা ছিল, যেটা উনি নিজেও একটি লাইভ শো’তে ২ লাইন গেয়ে গুরু জেমসের অনেক প্রশংসা করেছিলেন, উনাকে ভুলে থাকা কোনো দিন আর হবে না …।

 

 

 

পোষ্ট-   ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***

 

gururdustochele-admin-post1-1

এর পক্ষ হতে উনার জন্য দোয়া আর শুভ কামনা রইলো

গুরুর সাথে একসময় ফিলিংস ব্যান্ডে বাজাতেন “বেইজ বাবা’ নামে পরিচিত সুমন ভাই … গত ১৭ই জুন, ২০১৭ ইং উনাকে চিকিৎসার জন্য যাওয়া ব্যাংককের সকুমভিতে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে তার মুখমণ্ডলের বিভিন্ন অংশ ফেটে ও থেঁতলে যায়। বিশেষ করে তার চোয়াল ভেঙে যায় ও কানের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আর ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে পার্শ্ববর্তী স্যামিতিভেজ সুকুমভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১১ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সুমন ভাই এখন ভালো আছেন। আরও একমাস লাগবে সুস্থ হতে। এরপর চেকআপ করে আরও কয়েকটি অস্ত্রোপচার হতে পারে তার শরীরে। ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর পক্ষ হতে উনার জন্য দোয়া আর শুভ কামনা রইলো।

 

পোষ্ট-   ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***