26238856_1695492980517705_1654270907828599204_n

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***

গত ১২ই জানুয়ারী, গুরুর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম (উন্নয়ন ও সাফল্যের ৪ বছর) কনসার্টের কিছু মুহূর্ত ! আমাদের সম্মানিত বড় ভাই এবং আমাদের এই প্রিয় গ্রুপের ক্ষুদ্র প্রচেষ্টার কারণে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা শতাধিক দুষ্টু আজকে গুরুর কনসার্টে উপস্থিত ছিলেন, শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আনন্দ করেছেন, আপনাদের এই মিলনমেলা এক ইতিহাস হয়ে থাকবে আশা করছি। আর যারা দুপুর ৩ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আসা সকল দুষ্টুদের প্রবেশের জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে স্যালুট জানাই, বিশেষ করে LR Khokon দুরের পথিক তানজির আহমেদ ডলার Fahim Ahmed Faf Mahfuz Anam Sagor James Liton P Mahbubur Rahman Miraj Haque Jamil Kawsar Sujon সহ আরো অনেকেই। আপনারা সবাই খুশি তো ? দুষ্টুরা, এই খেলাই শেষ খেলা নয়, আবার খেলা হবে নিশ্চয় ! উম্মাহ।

26230340_1690072147726455_5027022617032631307_n

শুভ জন্মদিনের শুভেচ্ছা সাব্বির ভাইকে

আমাদের সবার প্রিয় ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** গ্রুপের সকল দুষ্টুদের পক্ষ হতে “নগর বাউল” ব্যান্ডের বেইজ গিটারিস্ট আমাদের সবার প্রিয় মানুষ Talukdar Sabbir ভাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইলো ।

 

james-bg20170930153253

গুরু জেমসের হাতে আরেকটি পুরস্কার

ব্যান্ড ও অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও অদ্বিতীয় গুরু জেমস। এর সুবাদে জনপ্রিয় এই গায়ক পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে গান করার জন্য এবার আরেকটি পুরস্কার উঠলো তার হাতে।

বাপ্পি-মিম-রিয়াজ অভিনীত ‘সুইটহার্ট’ ছবিতে গুরু জেমসের গাওয়া ‘বিধাতা’ গানটি বেশ প্রশংসিত। শফিক তুহিনের কথা-সুর-সংগীতে গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন বাপ্পি। এবার ‘বিধাতা’ গানের জন্য সম্মাননা দেওয়া হলো গুরু জেমসকে। ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এ সেরা ছায়াছবির গান নির্বাচিত হয়েছে এটি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে গুরু জেমসের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশনায়ও অংশ নেন গুরু ।

Guru james post_1

মেম্বার এড এর একটা জরুরী বিষয়

*** এই প্রিয় গ্রুপে যারা মেম্বার এড করছেন/করবেন, বিশেষ করে তাদের জন্য একটা জরুরী বিষয়:

দয়া করে আপনার বন্ধুর তালিকা হতে কাউকে গ্রুপে এড করানোর আগে তাকে অবহিত করে নিন, জোর/বাধ্য করে, অথবা কাউকে না জানিয়ে গ্রুপে এড করবেন না। এড করার আগে জেনে নিন তিনি গান পছন্দ করেন কি-না ? যদি তিনি গান ই পছন্দ না করেন তবে তাকে গুরুর গানের জাদু বোঝানোর সমস্যা হবে। আমাদের এই গ্রুপে গান প্রেমিক দরকার তিনি পেশায় অথবা শিক্ষায় কত উন্নত সেটা বড় বিষয় না, অনেক সময় দেখা যায় আমরা অনেকেই গণ হারে সবাইকেই এড করে দেই, যেটা আসলেই খুব বিরক্তিকর। ভালোবাসা জোর করে বা বাধ্য করে হয় না। বিষয় টা অনুগ্রহ করে সবাই মনে রাখবেন, আমাদের গ্রুপের মেম্বার বাড়ানোর ইচ্ছা থাকলে আজ এই সাত বছরে কমপক্ষে ২-৩ লক্ষ মেম্বার থাকতো, আমরা চাই শুধু গুরুর প্রকৃত দুষ্টুদের, তাইতো প্রতি মাসে গড়ে ৭০-৮০ জন মেম্বারকে বিভিন্ন কারণে বাধ্য হয়েই ব্যান করা হয়। পাশেই চাই দুষ্টুদের। উম্মাহ…