গ্রুপে পোষ্ট করার নিয়ম ও নীতিমালা
*** গত ৬ বছরের নানা সমস্যার সমাধানের উদ্দেশ্যে সকল দুষ্টুদের স্বাধীন ভোটের মাধ্যমে সৃষ্টি হয়েছে আমাদের এই ৯ রুলস যা লংঘিত হলে প্রিয় এই ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** গ্রুপ থেকে বিদায় নিতে হবে, যেটা আমরা কেউ চাই না, তাই আমাদের আগে জানতে হবে এই ৯ রুলস কি ? মনে কোনো রকম কনফিউশন না থাকে সে জন্য এর ব্যাখ্যা বর্ণনা করা হলো সবার সুবিধার্থে ।
নিয়ম- ১
সবাইকে অবশ্যই শুধুমাত্র গুরু জেমস এবং নগরবাউল ব্যান্ড সম্পর্কিত পোস্ট করতে হবে ।
নিয়ম- ২
ইংরেজি তে গুরু বানান হবে GURU/Guru, শুধু এইভাবেই লিখবেন, অনেকেই ভুল করে এমন বানান লিখেন, যা দেখলে অনেক কষ্ট লাগে গুরু ভক্তদের, কারো “গুরু” বলতে সমস্যা হলে অবশ্যই জেমস ভাই বলতে হবে, শুধু নাম ধরে ডাকা যাবে না ।
নিয়ম- ৩
নিজের কোনো একক/ ব্যাক্তিগত ছবি পোস্ট করা যাবে না, তবে এই গ্রুপের যে কোন প্রোগ্রামের গ্রুপ ছবি পোষ্ট করা যাবে, গুরুর সাথে অথবা নগরবাউল ব্যান্ড মেম্বারদের সাথে কেউ ছবি তুললে অবশ্যই গর্বের সাথে পোস্ট করা যাবে, গুরুর ছবির সাথে নিজের ছবি এডিট করা যাবে না, জেমস গুরু’র ছবি তে নিজের নাম/আইডি লিখবেন না তবে আমাদের গ্রুপ এর নাম ছোট করে যেকোনো এক সাইডে দেয়া যেতে পারে যাতে ছবির সৌন্দর্য নষ্ট না হয় ।
নিয়ম- ৪
তর্ক সৃষ্টি হতে পারে এমন কোনো পোস্ট/কমেন্ট করা যাবে না, কেউ ব্যাক্তিগত/অন্য গ্রুপ/পেইজ এর পোস্ট এই গ্রুপে শেয়ার করবেন না, নতুন করে পোষ্ট করবেন, তবে আমাদের নিজস্ব গ্রুপ পেজ এর পোস্ট শেয়ার করা যেতে পারে, কোনো কার্টুন কমেন্ট করা যাবে না। NO Add me, good morning, hi/hello .
নিয়ম- ৫
কেউ ব্যাক্তিগত/অন্য কোনো গ্রুপ/পেইজ প্রদর্শন করার মত কিছু পোস্ট করবেন না, জনকল্যাণমূলক পোস্ট এডমিনদের অনুমতি সাপেক্ষে সাময়িক সময়ের জন্য করা যেতে পারে, যাহা শুধুমাত্র এডমিন অথবা মোডেরেটর রাই পোস্ট করবে, অন্য কেউ না ।
নিয়ম- ৬
বিজ্ঞাপন, রাজনীতি, খেলাধূলা বা অন্য কোন অপ্রাসঙ্গিক পোস্ট গ্রহণযোগ্য নয়, শুধু মাত্র রমজান মাসে ইসলামিক পোস্ট গ্রহণযোগ্য : – ব্যাখ্যা : আমরা দুষ্টুদের মাঝে অনেকেই খেলাধুলা আবার অনেকে রাজনীতি ভালোবাসি, সেগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার, এই গ্রুপে শুধুমাত্র রমজান মাসে ইসলামিক পোষ্ট করা যাবে, আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আপনারা আপনাদের বিশেষ দিনের শুভেচ্ছা জানাতে পারবেন।
নিয়ম- ৭
ব্যাক্তিগতভাবে কাউকে অযথা রাগানোর বা আঘাত করে কিছু বলার চেষ্টা করবেন না, কারো কোনো পোস্ট/কমেন্ট খারাপ লাগলে অবশ্যই এডমিনদের জানাতে হবে ।
নিয়ম- ৮
যারা সত্যি সত্যি গুরু জেমস ও এই প্রিয় গ্রুপ কে ভালোবাসেন, তারা এই রকম নিয়ম বহির্ভুত কাজ হতে বিরত থাকবেন, যেকোনো পরিস্থিতিতে শান্ত থেকে ধৈর্যের পরিচয় দিবেন, সবাই আমাদেরকে সাহায্য ও সহযোগিতা করবেন বলে আশা করি ।
নিয়ম- ৯
কারো কোন সমস্যা থাকলে অ্যাডমিন (Washim Ahmed অথবা তানজির আহমেদ ডলার) কে বলতে হবে। কোনো বিষয় নিয়ে বিশৃঙ্খলা দেখা দিলে অ্যাডমিনদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, *** আমরা চাই এই গ্রুপে একটা ভাল পরিবেশ বজায় রাখতে। আমাদের নিয়ম গুলো যদি কেউ ঠিক মত না মানতে চায়, দয়া করে সম্মানের সাথে গ্রুপ ত্যাগ করুন, নাহলে আমরা রিমুভ করতে বাধ্য হই !