Guru james post_1

মেম্বার এড এর একটা জরুরী বিষয়

*** এই প্রিয় গ্রুপে যারা মেম্বার এড করছেন/করবেন, বিশেষ করে তাদের জন্য একটা জরুরী বিষয়:

দয়া করে আপনার বন্ধুর তালিকা হতে কাউকে গ্রুপে এড করানোর আগে তাকে অবহিত করে নিন, জোর/বাধ্য করে, অথবা কাউকে না জানিয়ে গ্রুপে এড করবেন না। এড করার আগে জেনে নিন তিনি গান পছন্দ করেন কি-না ? যদি তিনি গান ই পছন্দ না করেন তবে তাকে গুরুর গানের জাদু বোঝানোর সমস্যা হবে। আমাদের এই গ্রুপে গান প্রেমিক দরকার তিনি পেশায় অথবা শিক্ষায় কত উন্নত সেটা বড় বিষয় না, অনেক সময় দেখা যায় আমরা অনেকেই গণ হারে সবাইকেই এড করে দেই, যেটা আসলেই খুব বিরক্তিকর। ভালোবাসা জোর করে বা বাধ্য করে হয় না। বিষয় টা অনুগ্রহ করে সবাই মনে রাখবেন, আমাদের গ্রুপের মেম্বার বাড়ানোর ইচ্ছা থাকলে আজ এই সাত বছরে কমপক্ষে ২-৩ লক্ষ মেম্বার থাকতো, আমরা চাই শুধু গুরুর প্রকৃত দুষ্টুদের, তাইতো প্রতি মাসে গড়ে ৭০-৮০ জন মেম্বারকে বিভিন্ন কারণে বাধ্য হয়েই ব্যান করা হয়। পাশেই চাই দুষ্টুদের। উম্মাহ…

Guru james post

শূন্যস্থান পূরণ করুন।

সঠিক উত্তর আজ ৬-১-২০১৭ ইং (শুক্রবার) রাত ১০ টায় জানানো হবে দুষ্টুরা, ততক্ষন চেষ্টা করতে থাকুন।
A. তুমি যদি নদী হও, আমি হবো জেগে থাকা _____
১. চাঁদ ২. চর
B. ___ তাঁরা, রাতের তাঁরা, মা কে জানিয়ে দিস
১. ভোরের ২. ওরে
C. নিজ ___ পরবাসী, তোর চক্ষু নাই।
১. ঘুমে ২. ভূমে

CORRECT ANSWER : A2-B2-C2 …
A. তুমি যদি নদী হও, আমি হবো জেগে থাকা চর
B. ওরে তাঁরা, রাতের তাঁরা, মা কে জানিয়ে দিস
C. নিজ ভূমে পরবাসী, তোর চক্ষু নাই।

শীত-বস্ত্র-বিতরণ-২০১৬

শীত-বস্ত্র বিতরণ ২০১৬

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর সকল দুষ্টুদের সালাম জানিয়ে আবারও স্মরণ করতে চাই আমাদের সেই স্লোগান, “সর্বহারা যতো মানুষ আছে, সব আমাদের প্রতিবেশী”, এই স্লোগান এর সাথে অতীতেও সকল দুষ্টুদের নিয়ে রমজান মাসে এতিম বাচ্চাদের ইফতার, পথ-শিশুদের ঈদের নতুন জামা বিতরণ, অসহায় মানুষদের শীত-বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপন ইত্যাদি করে আসছি, আগামিতেও ইন-শা-আল্লাহ সকল কে পাশে নিয়ে কাজ করে যাবো। যাই হোক, মূল কথায় আসি, প্রতি বছরের মতো এই বছর শীতে অসহায়দের মাঝে শীতবস্ত্রের কালেকশন সবাইকে নিয়ে আরম্ভ করতে চাচ্ছি, তাই আগামী ০৯-১২-২০১৬ ইং (শুক্রবার) যার পক্ষে যা সম্ভব (নতুন-পুরোনো শীত বস্ত্র) তাই নিয়ে বিকেল ৪ টায় টি-এস-সি তে হাজির হবো, যারা সেদিন কোনো কারণে আসতে পারবেন না, তারা ১৬ই ডিসেম্বর একই সময় ও স্থানে বিতরণের সময় উপস্থিত থাকবেন বলে আশা করছি।