rules-1

নিয়ম ১

নিয়ম ১ = সবাইকে অবশ্যই শুধুমাত্র গুরু জেমস এবং নগরবাউল ব্যান্ড সম্পর্কিত পোস্ট করতে হবে  ।
আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একমাত্র গুরু জেমস এবং উনার ব্যান্ড “নগরবাউল” এর ভালোবাসার টানে, তাই অন্য কোনো গায়ক অথবা ব্যান্ডের কথা এই গ্রুপে বলবো না। রবিন ভাই,জিমি ভাই, রানা ভাই, মিঠুন দা, তমাল ভাই, ফান্টি ভাই, আসাদ ভাই, বাবু ভাই, সাব্বির ভাই সহ যারা উনার ব্যান্ড “নগরবাউল” এর সাথে জড়িত ছিলেন বা আছেন তাদের কে নিয়ে অবশ্যই পোষ্ট করা যাবে ।

rules2

নিয়ম ২

নিয়ম ২ = ইংরেজি তে গুরু বানান হবে GURU/Guru, শুধু এইভাবেই লিখবেন, অনেকেই ভুল করে এমন বানান লিখেন, যা দেখলে অনেক কষ্ট লাগে গুরু ভক্তদের, কারো “গুরু” বলতে সমস্যা হলে অবশ্যই জেমস ভাই বলতে হবে, শুধু নাম ধরে ডাকা যাবে না ।
ইংরেজিতে GURU লিখতে গিয়ে অনেকেই এমন শব্দ লিখে (অবশ্যই না জেনে ধরে নিলাম), যা দেখে কারো মাথা স্বাভাবিক ভাবে কাজ করে না, তাই এই ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না, ভালো করে দেখে গুরু লিখতে হবে নাহলে সমস্যা হবে দুষ্টুরা, আর যদি গুরু বলতে সমস্যা (!) হয়, তাহলে জেমস ভাই অথবা নগরবাউল জেমস বলতে হবে, শুধু নাম ধরে ডাকা যাবে না, আশা করছি এই নিয়ম নিয়ে কারো কোনো সমস্যা হবে না  ।

rules3

নিয়ম ৩

নিয়ম ৩ =  নিজের কোনো একক/ ব্যাক্তিগত ছবি পোস্ট করা যাবে না, তবে এই গ্রুপের যে কোন প্রোগ্রামের গ্রুপ ছবি পোষ্ট করা যাবে, গুরুর সাথে অথবা নগরবাউল ব্যান্ড মেম্বারদের সাথে কেউ ছবি তুললে অবশ্যই গর্বের সাথে পোস্ট করা যাবে, গুরুর ছবির সাথে নিজের ছবি এডিট করা যাবে না, জেমস গুরু’র ছবি তে নিজের নাম/আইডি লিখবেন না তবে আমাদের গ্রুপ এর নাম ছোট করে যেকোনো এক সাইডে দেয়া যেতে পারে যাতে ছবির সৌন্দর্য নষ্ট না হয়, যদি জেমস গুরু’র সাথে অন্য কোনো ব্যান্ড গায়কের ছবি থাকে, সেটা এডিট করে, কেটে বাদ দিয়ে, শুধু গুরু জেমস এর ছবি পোস্ট করতে হবে  ।
এই বিষয়টা খুব পরিষ্কার করে লিখা আছে, তবুও কোনো কনফিউশন থাকলে নিচে কমেন্ট করবেন। বলে রাখি, আমরা দেশের সকল গায়কদের সম্মান করি বিশেষ করে পপ সম্রাট আজম খান, বাচ্চু ভাই, হাসান ভাই, পার্থ দা, নকিব ভাই, মাকসুদ ভাই, হামিন-শাফিন ভাই সহ সকল ব্যান্ড গায়কদের মন থেকে শ্রদ্ধা আর পছন্দ করি, এতে কোনো সন্দেহ নাই. আর এইটা যেহেতু শুধু মাত্র গুরু জেমসের দুষ্টুদের গ্রুপ, তাই আমরা সবাই একটা ভিন্নতা আনতে চাই, শুধু মাত্র গুরুর প্রকৃত দুষ্টুদের জন্য এই আয়োজন যেখানে প্রায় ৯৫% হ্যাঁ ভোটে এই নিয়ম করা হয়েছিল। এখন দেখা গেলো গুরুর সাথে এমন একজন ব্যান্ড গায়কের ছবি আছে যাকে/যার গান কিছু দুষ্টু পছন্দ না ও করতে পারে, কমেন্টে অযথা একটা তর্ক হতে পারে, যেমনটা ২০১০-২০১২ আমরা দেখেছিলাম, সেটা আর দেখতে চাই না বলেই এই সিদ্ধান্ত, আশা করি বুঝাতে পেরেছি ।

rules-4

নিয়ম ৪

নিয়ম ৪ = তর্ক সৃষ্টি হতে পারে এমন কোনো পোস্ট/কমেন্ট করা যাবে না, কেউ ব্যাক্তিগত/অন্য গ্রুপ/পেইজ এর পোস্ট এই গ্রুপে শেয়ার করবেন না, নতুন করে পোষ্ট করবেন, তবে আমাদের নিজস্ব গ্রুপ পেজ এর পোস্ট শেয়ার করা যেতে পারে, কোনো কার্টুন কমেন্ট করা যাবে না। NO Add me, good morning, hi/hello এই রকম কিছু কমেন্ট করা যাবে না ।
একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যাক, * গুরুর প্রিয় রং কি ? এই প্রশ্নটা অবশ্যই তর্কমূলক। কারণ কেউ বলবে লাল, কেউ সবুজ, কেউ কালো, কেউ নীল। তবে এইটা তর্কমূলক হবে না যদি কেউ গুরুর নিজের মুখের অডিও অথবা ভিডিও উত্তর টি দেখাতে পারে, কেউ নিজের টাইমলাইন, গ্রুপ অথবা পেইজের লিংক বা পোষ্ট শেয়ার করে এই প্রিয় গ্রুপ টাকে বিজ্ঞাপনের মাধ্যম বানাবেন না। অনেকেই Add me, good morning, hi/hello, LIKE পাওয়ার কথা উল্লেখ করে পোষ্ট করেন, তাদেরকে বলতে চাই আপনার পোষ্টে লাইক দেয়ার জন্য আমরা কেউ এখানে মিলিত হইনি, তবে আমরা সবাই একে অপরের পোষ্টে কমেন্ট করে আরও পোষ্ট করার জন্য উৎসাহ দিবো। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা : গুরুর ব্যক্তিগত জীবন সংক্রান্ত কোনো পোষ্ট বা কমেন্ট না করলেই ভালো, যেমন : গুরুর মোবাইল নাম্বার, বাসার ঠিকানা, গুরুর একান্ত ব্যক্তিগত বিষয় ইত্যাদি ।