6

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর সকল দুষ্টুদের সালাম জানিয়ে কিছু কথা বলতে চাচ্ছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন এমন সকল দুষ্টুদের সম্মিলিত প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমরা এইবার ২০১৭ ইং সালে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোট ৮ টি জেলায় প্রথম ধাপে গাইবান্ধা, দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুর, তৃতীয় ধাপে রংপুর জেলা, চতুর্থ ধাপে যশোর জেলা, পঞ্চম ধাপে সিলেট জেলা, ষষ্ঠ ধাপে ভোলা জেলা, সপ্তম ধাপে সাতক্ষীরা এবং অষ্টম ধাপে ঢাকা জেলার মিরপুর বস্তি এবং নারায়ণগঞ্জ জেলার পথশিশুদের মাঝে মোট ২৬০ টি ঈদের নতুন জামা বিতরণ করে তাদের সাথে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করার চেষ্টা করেছি। ৮ টি জেলারই কিছু ছবি শুধুমাত্র এই গ্রুপের দুষ্টুদের দেখানোর উদ্দেশ্যে পোষ্ট করা হয়েছে, বিতরণের সময় বাচ্চাদের মুখের হাসি আপনাদের কেমন লেগেছে ? বিশেষ করে প্রথমবারের মতো যারা বিতরণ কাজে অংশ নিয়েছেন, তাদের অনুভূতি জানতে চাচ্ছি …