Guru james post

শূন্যস্থান পূরণ করুন।

সঠিক উত্তর আজ ৬-১-২০১৭ ইং (শুক্রবার) রাত ১০ টায় জানানো হবে দুষ্টুরা, ততক্ষন চেষ্টা করতে থাকুন।
A. তুমি যদি নদী হও, আমি হবো জেগে থাকা _____
১. চাঁদ ২. চর
B. ___ তাঁরা, রাতের তাঁরা, মা কে জানিয়ে দিস
১. ভোরের ২. ওরে
C. নিজ ___ পরবাসী, তোর চক্ষু নাই।
১. ঘুমে ২. ভূমে

CORRECT ANSWER : A2-B2-C2 …
A. তুমি যদি নদী হও, আমি হবো জেগে থাকা চর
B. ওরে তাঁরা, রাতের তাঁরা, মা কে জানিয়ে দিস
C. নিজ ভূমে পরবাসী, তোর চক্ষু নাই।

শীত-বস্ত্র-বিতরণ-২০১৬

শীত-বস্ত্র বিতরণ ২০১৬

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর সকল দুষ্টুদের সালাম জানিয়ে আবারও স্মরণ করতে চাই আমাদের সেই স্লোগান, “সর্বহারা যতো মানুষ আছে, সব আমাদের প্রতিবেশী”, এই স্লোগান এর সাথে অতীতেও সকল দুষ্টুদের নিয়ে রমজান মাসে এতিম বাচ্চাদের ইফতার, পথ-শিশুদের ঈদের নতুন জামা বিতরণ, অসহায় মানুষদের শীত-বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপন ইত্যাদি করে আসছি, আগামিতেও ইন-শা-আল্লাহ সকল কে পাশে নিয়ে কাজ করে যাবো। যাই হোক, মূল কথায় আসি, প্রতি বছরের মতো এই বছর শীতে অসহায়দের মাঝে শীতবস্ত্রের কালেকশন সবাইকে নিয়ে আরম্ভ করতে চাচ্ছি, তাই আগামী ০৯-১২-২০১৬ ইং (শুক্রবার) যার পক্ষে যা সম্ভব (নতুন-পুরোনো শীত বস্ত্র) তাই নিয়ে বিকেল ৪ টায় টি-এস-সি তে হাজির হবো, যারা সেদিন কোনো কারণে আসতে পারবেন না, তারা ১৬ই ডিসেম্বর একই সময় ও স্থানে বিতরণের সময় উপস্থিত থাকবেন বলে আশা করছি।

rules3

নিয়ম ৩

Rules ৩।  নিজের কোনো একক/ ব্যাক্তিগত ছবি পোস্ট করা যাবে না, তবে এই গ্রুপের যে কোন প্রোগ্রামের গ্রুপ ছবি পোষ্ট করা যাবে, গুরুর সাথে অথবা নগরবাউল ব্যান্ড মেম্বারদের সাথে কেউ ছবি তুললে অবশ্যই গর্বের সাথে পোস্ট করা যাবে, গুরুর ছবির সাথে নিজের ছবি এডিট করা যাবে না, জেমস গুরু’র ছবি তে নিজের নাম/আইডি লিখবেন না তবে আমাদের গ্রুপ এর নাম ছোট করে যেকোনো এক সাইডে দেয়া যেতে পারে যাতে ছবির সৌন্দর্য নষ্ট না হয়, যদি জেমস গুরু’র সাথে অন্য কোনো ব্যান্ড গায়কের ছবি থাকে, সেটা এডিট করে, কেটে বাদ দিয়ে, শুধু গুরু জেমস এর ছবি পোস্ট করতে হবে ।

gururdustochele-admin-post1-1

এর পক্ষ হতে উনার জন্য দোয়া আর শুভ কামনা রইলো

গুরুর সাথে একসময় ফিলিংস ব্যান্ডে বাজাতেন “বেইজ বাবা’ নামে পরিচিত সুমন ভাই … গত ১৭ই জুন, ২০১৭ ইং উনাকে চিকিৎসার জন্য যাওয়া ব্যাংককের সকুমভিতে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে তার মুখমণ্ডলের বিভিন্ন অংশ ফেটে ও থেঁতলে যায়। বিশেষ করে তার চোয়াল ভেঙে যায় ও কানের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আর ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে পার্শ্ববর্তী স্যামিতিভেজ সুকুমভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১১ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সুমন ভাই এখন ভালো আছেন। আরও একমাস লাগবে সুস্থ হতে। এরপর চেকআপ করে আরও কয়েকটি অস্ত্রোপচার হতে পারে তার শরীরে। ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর পক্ষ হতে উনার জন্য দোয়া আর শুভ কামনা রইলো।

 

পোষ্ট-   ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***