dustochelerdol

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ – ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর পক্ষ হতে গত ০৮/০৬/২০১৮ ইং ১ম ধাপে গাজীপুর জেলার মুন্সী পাড়া, ২৬ নং ওয়ার্ড -এ আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০ জন পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে।

Nagar Baul James

এই রকম সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ কাজে সকলের পক্ষ হতে আমাদের পাশে ছিল আমাদেরই প্রিয় গ্রুপের James Robin John VampaireJames NaimOstir Mon Nogor BaulLR Khokon & Others. বাকি ১১+ জেলার ২৮০+ জামা আগামীকাল সকল জেলায় কুরিয়ারে পাঠিয়ে দেয়া হবে যেগুলো আগামী ২৯ রমজানের ভিতর সবাই বিতরণ করে দিবো ইন-শা-আল্লাহ।

dustochelerdol

যশোরে ঈদ বস্ত্র বিতরণ – ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর পক্ষ হতে গত ১২/০৬/২০১৮ ইং ৭ম ধাপে যশোর জেলার ঝিকরগাছা এলাকায় ২০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। এই রকম সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ কাজে আমাদের সাহায্য করেছেন Shawon Reza ভাই, Rasel Anam & Others. সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।

33160525_1833564996710502_5779247305609707520_n

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** চায় একই পথে থাকতে !

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** চায় একই পথে থাকতে !

আলহামদুলিল্লাহ, মোট ৩০ জন গরীব-এতিম মাদ্রাসার বাচ্চাদের ইফতার সহ আমরা প্রায় ১০০ জন দুষ্টু ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়েছিলাম পুরনো ঢাকার নীরব হোটেলে, যেখানে প্রচুর বৃষ্টি উপেক্ষা করে আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের সবাইকে গর্বিত আর গ্রুপের সৌন্দর্য বৃদ্ধি করেছেন “নগরবাউল” ব্যান্ডের ড্রামার, গুরু জেমসের দীর্ঘদিনের পুরোনো বন্ধু এহসান এলাহী ফান্টি ভাই, “নগরবাউল” ব্যান্ডের বিজনেস ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন ভাই, সাথে ছিলেন জিয়া ভাই ও, আর বরিশাল, সাভার, গাজীপুর, কিশোরগঞ্জ, জয়দেবপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কেরানীগঞ্জ ইত্যাদি জেলা হতে ভালোবাসার টানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনেকেই ছুঁটে এসেছেন, তাদেরকে মনের গহীন থেকে ভালোবাসা, আর যারা ইচ্ছা থাকা সত্বেও অথবা দূরে থাকার কারণে আসতে পারেন নাই, তাদের সাথে আগামীবার দেখা হবে এই আশা করছি।
আমাদের গ্রুপের পক্ষ থেকে গতবারের ৮ জেলার মতো এইবার ঢাকার বাইরে ১২টি জেলায় সুবিধাবঞ্চিত শিশুদের জামা বিতরণ করার চেষ্টা করছি, সেই সূত্রে আজ ৫ টি জেলার এতিম বাচ্চাদের জন্য ১০০ সেট কাপড় বিশেষ অতিথিদের হাতের ছোঁয়া নিয়ে সেই সকল জেলার প্রতিনিধি দুষ্টুদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে, আমরা এইবার ইন-শা-আল্লাহ ৩০০ এর মতো ফুলসেট কাপড় দেশের বিভিন্ন স্থানে বিতরণ করবো গ্রুপের সকলের সম্মিলিত প্রচেষ্টায়।
আজকে “নগরবাউল” ব্যান্ডের বিজনেস ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন ভাই বলেছেন বিভিন্ন গ্রুপ বাদ দিয়ে একটি গ্রুপ করতে, যেটা আমাদের সবার মনের কথা। আমরা তো ২০১০ সাল থেকেই এক পথে আছি, মাঝখানে যারা আমাদের গ্রুপের সাথে থেকেও বিপথগামী হয়ে গিয়েছেন, বিভিন্ন গ্রুপ পরিচালিত করছেন, আমরা আবারো সবাইকে রবিন ভাইয়ের কথা মতো অনুরোধ করছি আপনারা আমাদের মাঝে আবার ফিরে আসুন, আমরা একই পথে থাকি আগের মতো যেভাবে ছিলাম। এইটাই আমাদের সবার চাওয়া।

অনেক কথা বলেছি, আরও অনেক কিছুই বলার ছিল, শেষে শুধু বলতে চাই এই গ্রুপের প্রতিটি দুষ্টুর শারীরিক/মানসিক/আর্থিক/আত্মিক প্রচেষ্টায় সফল হয়েছে এই আয়োজন, আজ আর কারো নাম উল্লেখ করলাম না, কারণ সবার নাম উল্লেখ করতে গেলে পোষ্ট বিশাল হয়ে যাবে, শুধুই ভালোবাসা আর দোয়া রইলো সবার প্রতি যাদের কারণে আজকের এই অনুষ্ঠান প্রতিবারের মতো সফল হয়েছে আলহামদুলিল্লাহ।

33160525_1833564996710502_5779247305609707520_n

ইফতার ও দোয়া মাহফিল ২০১৮

ইনশাআল্লাহ আগামী ৮ই রমজান শুক্রবার, (২৫শে মে, ২০১৮) **গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”** এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সাথে থাকবেন প্রাণের ব্যান্ড নগর বাউলের সম্মানিত সদস্যবৃন্দ।
ইনশা আল্লাহ দেখা হবে পুরান ঢাকায় ঐতিহ্যবাহী #নিরব_হোটেলে।