ব্যান্ড ও অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও অদ্বিতীয় গুরু জেমস। এর সুবাদে জনপ্রিয় এই গায়ক পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে গান করার জন্য এবার আরেকটি পুরস্কার উঠলো তার হাতে।
বাপ্পি-মিম-রিয়াজ অভিনীত ‘সুইটহার্ট’ ছবিতে গুরু জেমসের গাওয়া ‘বিধাতা’ গানটি বেশ প্রশংসিত। শফিক তুহিনের কথা-সুর-সংগীতে গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন বাপ্পি। এবার ‘বিধাতা’ গানের জন্য সম্মাননা দেওয়া হলো গুরু জেমসকে। ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এ সেরা ছায়াছবির গান নির্বাচিত হয়েছে এটি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে গুরু জেমসের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশনায়ও অংশ নেন গুরু ।