dustochelerdol

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ – ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর পক্ষ হতে গত ০৮/০৬/২০১৮ ইং ১ম ধাপে গাজীপুর জেলার মুন্সী পাড়া, ২৬ নং ওয়ার্ড -এ আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০ জন পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে।

Nagar Baul James

এই রকম সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ কাজে সকলের পক্ষ হতে আমাদের পাশে ছিল আমাদেরই প্রিয় গ্রুপের James Robin John VampaireJames NaimOstir Mon Nogor BaulLR Khokon & Others. বাকি ১১+ জেলার ২৮০+ জামা আগামীকাল সকল জেলায় কুরিয়ারে পাঠিয়ে দেয়া হবে যেগুলো আগামী ২৯ রমজানের ভিতর সবাই বিতরণ করে দিবো ইন-শা-আল্লাহ।

dustochelerdol

যশোরে ঈদ বস্ত্র বিতরণ – ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর পক্ষ হতে গত ১২/০৬/২০১৮ ইং ৭ম ধাপে যশোর জেলার ঝিকরগাছা এলাকায় ২০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। এই রকম সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ কাজে আমাদের সাহায্য করেছেন Shawon Reza ভাই, Rasel Anam & Others. সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।

33160525_1833564996710502_5779247305609707520_n

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** চায় একই পথে থাকতে !

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** চায় একই পথে থাকতে !

আলহামদুলিল্লাহ, মোট ৩০ জন গরীব-এতিম মাদ্রাসার বাচ্চাদের ইফতার সহ আমরা প্রায় ১০০ জন দুষ্টু ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়েছিলাম পুরনো ঢাকার নীরব হোটেলে, যেখানে প্রচুর বৃষ্টি উপেক্ষা করে আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের সবাইকে গর্বিত আর গ্রুপের সৌন্দর্য বৃদ্ধি করেছেন “নগরবাউল” ব্যান্ডের ড্রামার, গুরু জেমসের দীর্ঘদিনের পুরোনো বন্ধু এহসান এলাহী ফান্টি ভাই, “নগরবাউল” ব্যান্ডের বিজনেস ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন ভাই, সাথে ছিলেন জিয়া ভাই ও, আর বরিশাল, সাভার, গাজীপুর, কিশোরগঞ্জ, জয়দেবপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কেরানীগঞ্জ ইত্যাদি জেলা হতে ভালোবাসার টানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনেকেই ছুঁটে এসেছেন, তাদেরকে মনের গহীন থেকে ভালোবাসা, আর যারা ইচ্ছা থাকা সত্বেও অথবা দূরে থাকার কারণে আসতে পারেন নাই, তাদের সাথে আগামীবার দেখা হবে এই আশা করছি।
আমাদের গ্রুপের পক্ষ থেকে গতবারের ৮ জেলার মতো এইবার ঢাকার বাইরে ১২টি জেলায় সুবিধাবঞ্চিত শিশুদের জামা বিতরণ করার চেষ্টা করছি, সেই সূত্রে আজ ৫ টি জেলার এতিম বাচ্চাদের জন্য ১০০ সেট কাপড় বিশেষ অতিথিদের হাতের ছোঁয়া নিয়ে সেই সকল জেলার প্রতিনিধি দুষ্টুদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে, আমরা এইবার ইন-শা-আল্লাহ ৩০০ এর মতো ফুলসেট কাপড় দেশের বিভিন্ন স্থানে বিতরণ করবো গ্রুপের সকলের সম্মিলিত প্রচেষ্টায়।
আজকে “নগরবাউল” ব্যান্ডের বিজনেস ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন ভাই বলেছেন বিভিন্ন গ্রুপ বাদ দিয়ে একটি গ্রুপ করতে, যেটা আমাদের সবার মনের কথা। আমরা তো ২০১০ সাল থেকেই এক পথে আছি, মাঝখানে যারা আমাদের গ্রুপের সাথে থেকেও বিপথগামী হয়ে গিয়েছেন, বিভিন্ন গ্রুপ পরিচালিত করছেন, আমরা আবারো সবাইকে রবিন ভাইয়ের কথা মতো অনুরোধ করছি আপনারা আমাদের মাঝে আবার ফিরে আসুন, আমরা একই পথে থাকি আগের মতো যেভাবে ছিলাম। এইটাই আমাদের সবার চাওয়া।

অনেক কথা বলেছি, আরও অনেক কিছুই বলার ছিল, শেষে শুধু বলতে চাই এই গ্রুপের প্রতিটি দুষ্টুর শারীরিক/মানসিক/আর্থিক/আত্মিক প্রচেষ্টায় সফল হয়েছে এই আয়োজন, আজ আর কারো নাম উল্লেখ করলাম না, কারণ সবার নাম উল্লেখ করতে গেলে পোষ্ট বিশাল হয়ে যাবে, শুধুই ভালোবাসা আর দোয়া রইলো সবার প্রতি যাদের কারণে আজকের এই অনুষ্ঠান প্রতিবারের মতো সফল হয়েছে আলহামদুলিল্লাহ।

13592376_1124118854321790_6763425898469236207_n

ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০১৮

* সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে ঈদের খুশি প্রতি বৎসরের ন্যায় এবছরেও ভাগাভাগি করার জন্য দেশে ও বিদেশে অবস্থানকৃত দুষ্টুদের সম্মিলিত প্রচেষ্টায় আরও কিছু কাপড় কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। ২০১০ সাল হতে আপনাদের সবার ভালোবাসায় পরিচালিত এই প্রিয় গ্রুপের এই মহৎ কার্যে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও শরিক হতে পারেন নি অথবা পারছেন না, আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সামান্য হলেও প্রতি বছরের মতো গরিব-মিসকিনদের মুখে হাসি ফুটাতে পারে। আর এই সব কিছুই সম্ভব হচ্ছে আপনার/আমাদের সবার একতার জন্য। ২০ রমজানের পর সবার সুবিধা মতো সময় নির্ধারণ করেই বিতরণ করা হবে যেভাবে গতবার ২০১৭ ইং সালে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোট ৮ টি জেলায় ১ম ধাপে গাইবান্ধা, ২য় ধাপে লক্ষ্মীপুর, ৩য় ধাপে রংপুর জেলা, ৪র্থ ধাপে যশোর জেলা, ৫ম ধাপে সিলেট জেলা, ৬ষ্ঠ ধাপে ভোলা জেলা, ৭ম ধাপে সাতক্ষীরা এবং ৮ম ধাপে ঢাকা জেলার মিরপুর বস্তি এবং নারায়ণগঞ্জ জেলার পথশিশুদের মাঝে মোট ২৬০ টি ঈদের নতুন জামা বিতরণ করে তাদের সাথে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করার চেষ্টা করেছিলাম, এইবার ও বিতরণের সময় বাচ্চাদের মুখের হাসি সামনা-সামনি দেখার বিশেষ অনুরোধ রইলো সবাইকে, যেটা দেখে আপনার চোখে অশ্রু ধরে রাখতে পারবেন না। আল্লাহ ভরসা। সবাইকেই এইভাবেই সর্বদা পাশে চাই। ধন্যবাদ।

ছবিঃ ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০১৬

Special salute – Stobdho Jhorna