*** এই প্রিয় গ্রুপে যারা মেম্বার এড করছেন/করবেন, বিশেষ করে তাদের জন্য একটা জরুরী বিষয়:
দয়া করে আপনার বন্ধুর তালিকা হতে কাউকে গ্রুপে এড করানোর আগে তাকে অবহিত করে নিন, জোর/বাধ্য করে, অথবা কাউকে না জানিয়ে গ্রুপে এড করবেন না। এড করার আগে জেনে নিন তিনি গান পছন্দ করেন কি-না ? যদি তিনি গান ই পছন্দ না করেন তবে তাকে গুরুর গানের জাদু বোঝানোর সমস্যা হবে। আমাদের এই গ্রুপে গান প্রেমিক দরকার তিনি পেশায় অথবা শিক্ষায় কত উন্নত সেটা বড় বিষয় না, অনেক সময় দেখা যায় আমরা অনেকেই গণ হারে সবাইকেই এড করে দেই, যেটা আসলেই খুব বিরক্তিকর। ভালোবাসা জোর করে বা বাধ্য করে হয় না। বিষয় টা অনুগ্রহ করে সবাই মনে রাখবেন, আমাদের গ্রুপের মেম্বার বাড়ানোর ইচ্ছা থাকলে আজ এই সাত বছরে কমপক্ষে ২-৩ লক্ষ মেম্বার থাকতো, আমরা চাই শুধু গুরুর প্রকৃত দুষ্টুদের, তাইতো প্রতি মাসে গড়ে ৭০-৮০ জন মেম্বারকে বিভিন্ন কারণে বাধ্য হয়েই ব্যান করা হয়। পাশেই চাই দুষ্টুদের। উম্মাহ…