Guru james post_1

মেম্বার এড এর একটা জরুরী বিষয়

*** এই প্রিয় গ্রুপে যারা মেম্বার এড করছেন/করবেন, বিশেষ করে তাদের জন্য একটা জরুরী বিষয়:

দয়া করে আপনার বন্ধুর তালিকা হতে কাউকে গ্রুপে এড করানোর আগে তাকে অবহিত করে নিন, জোর/বাধ্য করে, অথবা কাউকে না জানিয়ে গ্রুপে এড করবেন না। এড করার আগে জেনে নিন তিনি গান পছন্দ করেন কি-না ? যদি তিনি গান ই পছন্দ না করেন তবে তাকে গুরুর গানের জাদু বোঝানোর সমস্যা হবে। আমাদের এই গ্রুপে গান প্রেমিক দরকার তিনি পেশায় অথবা শিক্ষায় কত উন্নত সেটা বড় বিষয় না, অনেক সময় দেখা যায় আমরা অনেকেই গণ হারে সবাইকেই এড করে দেই, যেটা আসলেই খুব বিরক্তিকর। ভালোবাসা জোর করে বা বাধ্য করে হয় না। বিষয় টা অনুগ্রহ করে সবাই মনে রাখবেন, আমাদের গ্রুপের মেম্বার বাড়ানোর ইচ্ছা থাকলে আজ এই সাত বছরে কমপক্ষে ২-৩ লক্ষ মেম্বার থাকতো, আমরা চাই শুধু গুরুর প্রকৃত দুষ্টুদের, তাইতো প্রতি মাসে গড়ে ৭০-৮০ জন মেম্বারকে বিভিন্ন কারণে বাধ্য হয়েই ব্যান করা হয়। পাশেই চাই দুষ্টুদের। উম্মাহ…

rules-1

নিয়ম ১

নিয়ম ১ = সবাইকে অবশ্যই শুধুমাত্র গুরু জেমস এবং নগরবাউল ব্যান্ড সম্পর্কিত পোস্ট করতে হবে  ।
আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি একমাত্র গুরু জেমস এবং উনার ব্যান্ড “নগরবাউল” এর ভালোবাসার টানে, তাই অন্য কোনো গায়ক অথবা ব্যান্ডের কথা এই গ্রুপে বলবো না। রবিন ভাই,জিমি ভাই, রানা ভাই, মিঠুন দা, তমাল ভাই, ফান্টি ভাই, আসাদ ভাই, বাবু ভাই, সাব্বির ভাই সহ যারা উনার ব্যান্ড “নগরবাউল” এর সাথে জড়িত ছিলেন বা আছেন তাদের কে নিয়ে অবশ্যই পোষ্ট করা যাবে ।

rules2

নিয়ম ২

নিয়ম ২ = ইংরেজি তে গুরু বানান হবে GURU/Guru, শুধু এইভাবেই লিখবেন, অনেকেই ভুল করে এমন বানান লিখেন, যা দেখলে অনেক কষ্ট লাগে গুরু ভক্তদের, কারো “গুরু” বলতে সমস্যা হলে অবশ্যই জেমস ভাই বলতে হবে, শুধু নাম ধরে ডাকা যাবে না ।
ইংরেজিতে GURU লিখতে গিয়ে অনেকেই এমন শব্দ লিখে (অবশ্যই না জেনে ধরে নিলাম), যা দেখে কারো মাথা স্বাভাবিক ভাবে কাজ করে না, তাই এই ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না, ভালো করে দেখে গুরু লিখতে হবে নাহলে সমস্যা হবে দুষ্টুরা, আর যদি গুরু বলতে সমস্যা (!) হয়, তাহলে জেমস ভাই অথবা নগরবাউল জেমস বলতে হবে, শুধু নাম ধরে ডাকা যাবে না, আশা করছি এই নিয়ম নিয়ে কারো কোনো সমস্যা হবে না  ।

rules3

নিয়ম ৩

নিয়ম ৩ =  নিজের কোনো একক/ ব্যাক্তিগত ছবি পোস্ট করা যাবে না, তবে এই গ্রুপের যে কোন প্রোগ্রামের গ্রুপ ছবি পোষ্ট করা যাবে, গুরুর সাথে অথবা নগরবাউল ব্যান্ড মেম্বারদের সাথে কেউ ছবি তুললে অবশ্যই গর্বের সাথে পোস্ট করা যাবে, গুরুর ছবির সাথে নিজের ছবি এডিট করা যাবে না, জেমস গুরু’র ছবি তে নিজের নাম/আইডি লিখবেন না তবে আমাদের গ্রুপ এর নাম ছোট করে যেকোনো এক সাইডে দেয়া যেতে পারে যাতে ছবির সৌন্দর্য নষ্ট না হয়, যদি জেমস গুরু’র সাথে অন্য কোনো ব্যান্ড গায়কের ছবি থাকে, সেটা এডিট করে, কেটে বাদ দিয়ে, শুধু গুরু জেমস এর ছবি পোস্ট করতে হবে  ।
এই বিষয়টা খুব পরিষ্কার করে লিখা আছে, তবুও কোনো কনফিউশন থাকলে নিচে কমেন্ট করবেন। বলে রাখি, আমরা দেশের সকল গায়কদের সম্মান করি বিশেষ করে পপ সম্রাট আজম খান, বাচ্চু ভাই, হাসান ভাই, পার্থ দা, নকিব ভাই, মাকসুদ ভাই, হামিন-শাফিন ভাই সহ সকল ব্যান্ড গায়কদের মন থেকে শ্রদ্ধা আর পছন্দ করি, এতে কোনো সন্দেহ নাই. আর এইটা যেহেতু শুধু মাত্র গুরু জেমসের দুষ্টুদের গ্রুপ, তাই আমরা সবাই একটা ভিন্নতা আনতে চাই, শুধু মাত্র গুরুর প্রকৃত দুষ্টুদের জন্য এই আয়োজন যেখানে প্রায় ৯৫% হ্যাঁ ভোটে এই নিয়ম করা হয়েছিল। এখন দেখা গেলো গুরুর সাথে এমন একজন ব্যান্ড গায়কের ছবি আছে যাকে/যার গান কিছু দুষ্টু পছন্দ না ও করতে পারে, কমেন্টে অযথা একটা তর্ক হতে পারে, যেমনটা ২০১০-২০১২ আমরা দেখেছিলাম, সেটা আর দেখতে চাই না বলেই এই সিদ্ধান্ত, আশা করি বুঝাতে পেরেছি ।