13592376_1124118854321790_6763425898469236207_n

ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০১৮

* সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে ঈদের খুশি প্রতি বৎসরের ন্যায় এবছরেও ভাগাভাগি করার জন্য দেশে ও বিদেশে অবস্থানকৃত দুষ্টুদের সম্মিলিত প্রচেষ্টায় আরও কিছু কাপড় কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। ২০১০ সাল হতে আপনাদের সবার ভালোবাসায় পরিচালিত এই প্রিয় গ্রুপের এই মহৎ কার্যে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও শরিক হতে পারেন নি অথবা পারছেন না, আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সামান্য হলেও প্রতি বছরের মতো গরিব-মিসকিনদের মুখে হাসি ফুটাতে পারে। আর এই সব কিছুই সম্ভব হচ্ছে আপনার/আমাদের সবার একতার জন্য। ২০ রমজানের পর সবার সুবিধা মতো সময় নির্ধারণ করেই বিতরণ করা হবে যেভাবে গতবার ২০১৭ ইং সালে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোট ৮ টি জেলায় ১ম ধাপে গাইবান্ধা, ২য় ধাপে লক্ষ্মীপুর, ৩য় ধাপে রংপুর জেলা, ৪র্থ ধাপে যশোর জেলা, ৫ম ধাপে সিলেট জেলা, ৬ষ্ঠ ধাপে ভোলা জেলা, ৭ম ধাপে সাতক্ষীরা এবং ৮ম ধাপে ঢাকা জেলার মিরপুর বস্তি এবং নারায়ণগঞ্জ জেলার পথশিশুদের মাঝে মোট ২৬০ টি ঈদের নতুন জামা বিতরণ করে তাদের সাথে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করার চেষ্টা করেছিলাম, এইবার ও বিতরণের সময় বাচ্চাদের মুখের হাসি সামনা-সামনি দেখার বিশেষ অনুরোধ রইলো সবাইকে, যেটা দেখে আপনার চোখে অশ্রু ধরে রাখতে পারবেন না। আল্লাহ ভরসা। সবাইকেই এইভাবেই সর্বদা পাশে চাই। ধন্যবাদ।

ছবিঃ ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০১৬

Special salute – Stobdho Jhorna

IMG_9321

আনন্দ ভ্রমন – ২০১৮ ( ১ম পর্ব )

আজকের দিনটা এতটা আনন্দের হবে আগে অনুমান করতে পারি নি আমরা । এই দিনের কথা লেখা ছিল মোট ১০টা পাতায় । সখি যমুনায় জল আনিতে যেও না কালা বসে আছে ঘাপটি মেরে , বারন থাকা সত্ত্বেও সেই যমুনায় চলে গেলাম, বারন না মেনে কারন মোরা স্বাসন মানি না বারন শুনি না । মনপুর জংশন থেকে ছুটে চলেছি যমুনার পাড়ে, চিরোচেনা প্রিয় এই ষ্টেশনে ট্রেন টা আমাকে নামিয়ে দিল ও ও ও । ট্রেন থেকে নেমেই আমরা স্টেশন এর পাশে ছোট্র একটি ঘরের হোটেল এ খেয়ে নিলাম, গল্পে গানে আর গানে গল্পে চলে গেলাম যমুনায় । নৌকা ভাড়া করে সারাদিন যা হল তা পুরটাই একটা ইতিহাস । বাকি টা ২য় পর্বে ………. (ভিডিও সহ)

সাউন্ড সিস্টেম আর সার্বিক সহযোগিতা করে স্থানীয় আমাদের আরেক দুষ্টু Rakibul Islam , রাকিব কে অনেক অনেক ধন্যবাদ আমাদের কে সাহায্য করার জন্য । ধন্যবাদ জানাচ্ছি @দুরের পথিক ভাই কে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় ডলার ভাই কে ।
আর সঠিকভাবে দিকনির্দেশনা দেয়ার জন্য ভালবাসা রইলো আমাদের প্রাণের প্রিয় ভাই @Washim Ahmed ভাই কে আর ভালবাসা রইলো তাদের জন্য যারা আজকের আয়োজন টা কে সফল করেছে ।

26238856_1695492980517705_1654270907828599204_n

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***

গত ১২ই জানুয়ারী, গুরুর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম (উন্নয়ন ও সাফল্যের ৪ বছর) কনসার্টের কিছু মুহূর্ত ! আমাদের সম্মানিত বড় ভাই এবং আমাদের এই প্রিয় গ্রুপের ক্ষুদ্র প্রচেষ্টার কারণে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা শতাধিক দুষ্টু আজকে গুরুর কনসার্টে উপস্থিত ছিলেন, শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আনন্দ করেছেন, আপনাদের এই মিলনমেলা এক ইতিহাস হয়ে থাকবে আশা করছি। আর যারা দুপুর ৩ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আসা সকল দুষ্টুদের প্রবেশের জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে স্যালুট জানাই, বিশেষ করে LR Khokon দুরের পথিক তানজির আহমেদ ডলার Fahim Ahmed Faf Mahfuz Anam Sagor James Liton P Mahbubur Rahman Miraj Haque Jamil Kawsar Sujon সহ আরো অনেকেই। আপনারা সবাই খুশি তো ? দুষ্টুরা, এই খেলাই শেষ খেলা নয়, আবার খেলা হবে নিশ্চয় ! উম্মাহ।