গত ১২ই জানুয়ারী, গুরুর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম (উন্নয়ন ও সাফল্যের ৪ বছর) কনসার্টের কিছু মুহূর্ত ! আমাদের সম্মানিত বড় ভাই এবং আমাদের এই প্রিয় গ্রুপের ক্ষুদ্র প্রচেষ্টার কারণে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা শতাধিক দুষ্টু আজকে গুরুর কনসার্টে উপস্থিত ছিলেন, শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আনন্দ করেছেন, আপনাদের এই মিলনমেলা এক ইতিহাস হয়ে থাকবে আশা করছি। আর যারা দুপুর ৩ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আসা সকল দুষ্টুদের প্রবেশের জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে স্যালুট জানাই, বিশেষ করে LR Khokon দুরের পথিক তানজির আহমেদ ডলার Fahim Ahmed Faf Mahfuz Anam Sagor James Liton P Mahbubur Rahman Miraj Haque Jamil Kawsar Sujon সহ আরো অনেকেই। আপনারা সবাই খুশি তো ? দুষ্টুরা, এই খেলাই শেষ খেলা নয়, আবার খেলা হবে নিশ্চয় ! উম্মাহ।
শুভ জন্মদিনের শুভেচ্ছা সাব্বির ভাইকে
আমাদের সবার প্রিয় ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** গ্রুপের সকল দুষ্টুদের পক্ষ হতে “নগর বাউল” ব্যান্ডের বেইজ গিটারিস্ট আমাদের সবার প্রিয় মানুষ Talukdar Sabbir ভাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা রইলো ।
“শীত-বস্ত্র” বিতরণ কর্মসূচি – ২০১৮
আলহামদুলিল্লাহ, প্রতিবারের মতো এই বছরেও ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর “শীত-বস্ত্র” বিতরণ কর্মসূচি সফল করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, অনেক কষ্ট করে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে Ahsan Elahi Fanty ভাই ( ড্রামার, নগরবাউল ব্যান্ড), বিশেষ অতিথি হিসেবে – রুবাইয়াৎ ঠাকুর রবিন ভাই (বিজনেস ম্যানেজার, নগরবাউল ব্যান্ড) এবং রায়হান রানা ভাই (গীটার, নগরবাউল ব্যান্ড) এসে আমাদের এই অনুষ্ঠান অলঙ্কৃত করেছেন, তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ হয়ে থাকবো। প্রতিবছরের মতো দেশে এবং দেশের বাইরে অবস্থানরত সকল দুষ্টু এইবারেও এক কাতারে এসে দাঁড়িয়েছে, যাদের সহযোগিতায় আমরা আজ ১৫০ টির মতো নতুন কম্বল এবং ১৫০+ পিস্ শীতবস্ত্র (ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক মহিলা ও পুরুষের জন্য উপযোগী) নিয়ে হাজির হয়েছিলাম অসহায় মানুষদের পাশে। আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি তাদের মুখে অল্প হলেও হাসির ঝলক দেখতে, এই তীব্র শীতে তাঁদেরকে একটুখানি উষ্ণতা উপহার দিতে। বিতরণের সময় একটি দৃশ্য সেখানে উপস্থিত সবাইকে অনেকটা আবেগ আপ্লুত করে দেয়। একজন অসহায় মা’য়ের হাতে যখন অতিথিরা একটি কম্বল তুলে দেন, তখন সেই মা আমাদের সবার জন্য কান্নারত অবস্থায় দোয়া করে, যা দেখে আমরা অনেকেই আবেগ্লাপুত হয়ে পড়ি। আমরা মনে করি এটাই আমাদের সাফল্য, আর এটাই আমাদের আগামীতে আরো কিছু করার অনুপ্রেরণা। সেখানে উপস্থিত থেকে আমাদের আরো সাহায্য করেছেন এলাকার কিছু মুরব্বী ও বড় ভাই, যাদের সাহায্যে আমরা সুন্দর ও স্বার্থকভাবে বিতরণ কর্ম শেষ করতে পেরেছি। আর রুবাইয়াৎ ঠাকুর রবিন ভাই (বিজনেস ম্যানেজার, নগরবাউল ব্যান্ড) বলেছেন আগামীতে ঢাকার বাইরে বিতরণের কথা, সেটা ইন-শা-আল্লাহ আমরা সবাই চেষ্টা করবো।
যে দুষ্টুদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কিছুতেই ইহা এতো সুন্দর রূপ নিতে পারতো না তাদের নাম না বললেই নয়, Ashiq Hossain তানজির আহমেদ ডলার LR Khokonদুরের পথিক Fahim Ahmed Faf Shaikot FA Jahangir Akram Ahsanul Haque P Mahbubur Rahman Mamun Sarkar Jamil Kawsar Sujon, Mahfuz Anam Sagor, কঠিন ফয়সাল, Babu Khan, Stobdho Jhorna আমি তোমাদেরি লোক, Rofikul Islam, মিথিলা আক্তার Md Liakot Khan, Bictor Bictor, James Liton,Miraj Haque, Junied Minhaj Maskat Shoukat Hossain Riyad, MD Nayem, Md Shahinur Reza, Rahim Foraji, Atik Eagle, জাভেদ ভাই, Gomes Tushar Lawrance, Nogor Baul Faysal ,James Salauddin Sohag, Kamrul Hossain Roni, Sakil Bishas, Akash Ahammed, Imam Hossanam, Maksudur Rahman, MD Shohel Rana, Asif Mahmud Joti, MD Shamim Ahmed, Jewel Mahmud, নিষ্পাপ আমি, Ali Ishak, প্রেম জুয়াড়ী Afsar Ahmed সহ অনেক দুষ্টু …. আর যার কথা না বললেই নয়, সে আমার ছোট ভাই Amin Ahmed Ariyan।
ইন-শা-আল্লাহ সবাই এইভাবে পাশা পাশি থাকলে আরও ভালো কিছু করার চেষ্টা করেই যাবো, যারা ইচ্ছা স্বত্তেও পাশে থাকতে পারছেন না, অবশ্যই দোয়া করে যাবেন। ধন্যবাদ।
গুরু জেমসের হাতে আরেকটি পুরস্কার
ব্যান্ড ও অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও অদ্বিতীয় গুরু জেমস। এর সুবাদে জনপ্রিয় এই গায়ক পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রে গান করার জন্য এবার আরেকটি পুরস্কার উঠলো তার হাতে।
বাপ্পি-মিম-রিয়াজ অভিনীত ‘সুইটহার্ট’ ছবিতে গুরু জেমসের গাওয়া ‘বিধাতা’ গানটি বেশ প্রশংসিত। শফিক তুহিনের কথা-সুর-সংগীতে গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন বাপ্পি। এবার ‘বিধাতা’ গানের জন্য সম্মাননা দেওয়া হলো গুরু জেমসকে। ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এ সেরা ছায়াছবির গান নির্বাচিত হয়েছে এটি।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে গুরু জেমসের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা। অনুষ্ঠানে সংগীত পরিবেশনায়ও অংশ নেন গুরু ।