dustochelerdol

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ – ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর পক্ষ হতে গত ০৮/০৬/২০১৮ ইং ১ম ধাপে গাজীপুর জেলার মুন্সী পাড়া, ২৬ নং ওয়ার্ড -এ আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০ জন পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে।

Nagar Baul James

এই রকম সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ কাজে সকলের পক্ষ হতে আমাদের পাশে ছিল আমাদেরই প্রিয় গ্রুপের James Robin John VampaireJames NaimOstir Mon Nogor BaulLR Khokon & Others. বাকি ১১+ জেলার ২৮০+ জামা আগামীকাল সকল জেলায় কুরিয়ারে পাঠিয়ে দেয়া হবে যেগুলো আগামী ২৯ রমজানের ভিতর সবাই বিতরণ করে দিবো ইন-শা-আল্লাহ।

dustochelerdol

যশোরে ঈদ বস্ত্র বিতরণ – ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর পক্ষ হতে গত ১২/০৬/২০১৮ ইং ৭ম ধাপে যশোর জেলার ঝিকরগাছা এলাকায় ২০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। এই রকম সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ কাজে আমাদের সাহায্য করেছেন Shawon Reza ভাই, Rasel Anam & Others. সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।

IMG_9321

আনন্দ ভ্রমন – ২০১৮ ( ১ম পর্ব )

আজকের দিনটা এতটা আনন্দের হবে আগে অনুমান করতে পারি নি আমরা । এই দিনের কথা লেখা ছিল মোট ১০টা পাতায় । সখি যমুনায় জল আনিতে যেও না কালা বসে আছে ঘাপটি মেরে , বারন থাকা সত্ত্বেও সেই যমুনায় চলে গেলাম, বারন না মেনে কারন মোরা স্বাসন মানি না বারন শুনি না । মনপুর জংশন থেকে ছুটে চলেছি যমুনার পাড়ে, চিরোচেনা প্রিয় এই ষ্টেশনে ট্রেন টা আমাকে নামিয়ে দিল ও ও ও । ট্রেন থেকে নেমেই আমরা স্টেশন এর পাশে ছোট্র একটি ঘরের হোটেল এ খেয়ে নিলাম, গল্পে গানে আর গানে গল্পে চলে গেলাম যমুনায় । নৌকা ভাড়া করে সারাদিন যা হল তা পুরটাই একটা ইতিহাস । বাকি টা ২য় পর্বে ………. (ভিডিও সহ)

সাউন্ড সিস্টেম আর সার্বিক সহযোগিতা করে স্থানীয় আমাদের আরেক দুষ্টু Rakibul Islam , রাকিব কে অনেক অনেক ধন্যবাদ আমাদের কে সাহায্য করার জন্য । ধন্যবাদ জানাচ্ছি @দুরের পথিক ভাই কে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় ডলার ভাই কে ।
আর সঠিকভাবে দিকনির্দেশনা দেয়ার জন্য ভালবাসা রইলো আমাদের প্রাণের প্রিয় ভাই @Washim Ahmed ভাই কে আর ভালবাসা রইলো তাদের জন্য যারা আজকের আয়োজন টা কে সফল করেছে ।

26756595_1695492997184370_3073318027777123_o

আর্মি স্টেডিয়ামের মাঠ ছিলো গুরু ভক্ত ভাইদের দখলে

প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সেই প্রানের বড় ভাই কে যিনি আমাদের কন্সার্ট দেখার সুযোগ করে দিয়েছন। সাথে আমাদের সবার প্রানের ভাই জানের ভাই Washim Ahmedভাই তানজির আহমেদ ডলার ভাই সহ LR Khokon ভাই কে যাদের জন্য আমরা এমন একটা সুন্দর প্রোগ্রাম দেখতে পেলাম। আর আমার গুরু ভক্ত ভাইদের কথা কি বলবো কাল যেনো পুড়ো মাঠছিলো গুরু ভক্ত ভাইদের দখলে কাধে কাধ রেখে নেচে গেয়ে গুরুর সাথে শীত কে করেছে বিদায়। সবাই এভাবে পাশে থাকলে আবারো হবে এমন আয়োজন ।