13592376_1124118854321790_6763425898469236207_n

ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০১৮

* সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে ঈদের খুশি প্রতি বৎসরের ন্যায় এবছরেও ভাগাভাগি করার জন্য দেশে ও বিদেশে অবস্থানকৃত দুষ্টুদের সম্মিলিত প্রচেষ্টায় আরও কিছু কাপড় কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। ২০১০ সাল হতে আপনাদের সবার ভালোবাসায় পরিচালিত এই প্রিয় গ্রুপের এই মহৎ কার্যে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও শরিক হতে পারেন নি অথবা পারছেন না, আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সামান্য হলেও প্রতি বছরের মতো গরিব-মিসকিনদের মুখে হাসি ফুটাতে পারে। আর এই সব কিছুই সম্ভব হচ্ছে আপনার/আমাদের সবার একতার জন্য। ২০ রমজানের পর সবার সুবিধা মতো সময় নির্ধারণ করেই বিতরণ করা হবে যেভাবে গতবার ২০১৭ ইং সালে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোট ৮ টি জেলায় ১ম ধাপে গাইবান্ধা, ২য় ধাপে লক্ষ্মীপুর, ৩য় ধাপে রংপুর জেলা, ৪র্থ ধাপে যশোর জেলা, ৫ম ধাপে সিলেট জেলা, ৬ষ্ঠ ধাপে ভোলা জেলা, ৭ম ধাপে সাতক্ষীরা এবং ৮ম ধাপে ঢাকা জেলার মিরপুর বস্তি এবং নারায়ণগঞ্জ জেলার পথশিশুদের মাঝে মোট ২৬০ টি ঈদের নতুন জামা বিতরণ করে তাদের সাথে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করার চেষ্টা করেছিলাম, এইবার ও বিতরণের সময় বাচ্চাদের মুখের হাসি সামনা-সামনি দেখার বিশেষ অনুরোধ রইলো সবাইকে, যেটা দেখে আপনার চোখে অশ্রু ধরে রাখতে পারবেন না। আল্লাহ ভরসা। সবাইকেই এইভাবেই সর্বদা পাশে চাই। ধন্যবাদ।

ছবিঃ ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০১৬

Special salute – Stobdho Jhorna

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *