asdsa

গুরুর বাংলাদেশ গানটাতে যাদের নাম এসেছিল, তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনী

গুরুর বাংলাদেশ গানটাতে যাদের নাম এসেছিল, তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনী ।
—–
১) সোহরাওয়ার্দী
হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
জন্ম ৮ সেপ্টেম্বর ১৮৯২, মৃত্যু ৫ ডিসেম্বর ১৯৬৩।
বাংলার প্রধানমন্ত্রী (৩ জুলাই ১৯৪৬ – ১৪ আগস্ট ১৯৪৭)

২) শের এ বাংলা
আবুল কাশেম ফজলুল হক
শের এ বাংলা (বাংলার বাঘ)
জম্ম ২৬ অক্টোবর ১৮৭৩, মৃত্যু ২৭ এপ্রিল ১৯৬২।

৩) ভাষানী
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
জন্ম ১২ ডিসেম্বর ১৮৮০, মৃত্যু ১৭ নভেম্বর ১৯৭৬।
মজলুম জননেতা।

৪)বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জন্ম ১৭ মার্চ ১৯২০, মৃত্যু ১৫ আগস্ট ১৯৭৫
১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক রক্তে আগুন জ্বলা জ্বালাময় সেই ভাষণ দেন।

৫) শহীদ জিয়া
শহীদ জিয়াউর রহমান
জন্ম ১৯ জানুয়ারি ১৯৩৬, মৃত্যু ৩০ মে ১৯৮১
১৯৭১ সালের ২৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতারর ঘোষণাপত্র পাঠ করেন।

৬) জাহানারা ইমাম
জাহানার ইমাম, শহীদ জননী।
জন্ম ৩ মে ১৯২৯, মৃত্যু ২৬ জুন ১৯৯৪।
তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি। একাত্তরে তার ছেলে রুমি পাকিস্তানিদের হাতে গ্রেফতার হন এবং নির্মমভাবে শহীদ হন।

৭) জসীম উদ্দিন
মোহাম্মদ জসীম উদ্দিন মোল্লা (পল্লী কবি জসীম উদ্দিন)
জন্ম ১ জানুয়ারি ১৯০৩, মৃত্যু ১৩ মার্চ ১৯৭৬।
জসীম উদ্দিনের নকশী কাঁথার মাঠ ১৯২৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য।

৮) কবি নজরুল
বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
জন্ম ২৪ মে ১৮৯৯, মৃত্যু ২৯ আগস্ট ১৯৭৬।
বিদ্রোহী __
বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারী’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর!

৯) আব্বাস
আব্বাস উদ্দিন আহমদ।
জন্ম ২৭ শে অক্টোবর ১৯০১, মৃত্যু ৩০ ডিসেম্বর ১৯৫৯।
আব্বাস উদ্দিন ছিলেন প্রথম মুসলমান গায়ক যিনি আসল নাম ব্যবহার করে এইচ এম ভি থেকে গানের রেকর্ড বের করতেন।

১০) আব্দুল আলীম
জন্ম ২৭ জুলাই ১৯৩১, মৃত্যু ৫ সেপ্টেম্বর ১৯৭৪।
সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই
বল আমারে তোর কি রে আর
কুল কিনারা নাই।

১১) সুফিয়া কামাল
বেগম সুফিয়া কামাল
জন্ম ২০ জুন ১৯১১, মৃত্যু ২০ নভেম্বর ১৯৯৯।
স্বাধীন বাংলাদেশে নারীজাগরণ আর সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন।

১২) জয়নুল আবেদিন
জয়নুল আবেদিন।
জন্ম ২৯ ডিসেম্বর ১৯১৪, মৃত্যু ২৮ মে১৯৭৬।
জয়নুল আবেদিন ১৯৪৩ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ চিত্রমালার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন।

১৩) এস এম সুলতান
শেখ মোহাম্মদ সুলতান।
একজন প্রখ্যাত চিত্রশিল্পী।
জন্ম ১০ আগস্ট ১৯২৩, মৃত্যু ১০ অক্টোবর ১৯৯৪।

১৪) শহীদুল্লাহ কায়সার
শহীদুল্লাহ কায়সার।
জন্ম ১৬ ফেব্রুয়ারি ১৯২৭, মৃত্যু ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিখোঁজ হন আর ফিরেন নাই।
তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী লেখক ছিলেন।

১৫) মুনীর চৌধুরী
আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী
জন্ম ২৭ নভেম্বর ১৯২৫, মৃত্যু ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার বাহিনী তাকে অপহরণ করে।
তিনি বুদ্ধিজীবী লেখক ছিলেন। কবর, রক্তাক্ত প্রান্তর জনপ্রিয় নাটক দুইটি তিনিই লেখেন।

★এই ছাড়া,,
ত্রিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণের কথা স্মরণ করেছেন।
এবং
রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীরের কথাও স্মরণ করা হয়েছে।।।★

#আমার #সোনার #বাংলা
#আমি #তোমায় #ভালোবাসি।।।

আর এই চমৎকার গানটি লিখে, সুর করে, আমাদের জন্য উপহার হিসেবে গুরুর মাধ্যমে পাঠিয়েছেন, আমাদের প্রিয় #প্রিন্স_মাহমুদ ভাই।

————————————————–জয় গুরু

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *