26756595_1695492997184370_3073318027777123_o

আর্মি স্টেডিয়ামের মাঠ ছিলো গুরু ভক্ত ভাইদের দখলে

প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সেই প্রানের বড় ভাই কে যিনি আমাদের কন্সার্ট দেখার সুযোগ করে দিয়েছন। সাথে আমাদের সবার প্রানের ভাই জানের ভাই Washim Ahmedভাই তানজির আহমেদ ডলার ভাই সহ LR Khokon ভাই কে যাদের জন্য আমরা এমন একটা সুন্দর প্রোগ্রাম দেখতে পেলাম। আর আমার গুরু ভক্ত ভাইদের কথা কি বলবো কাল যেনো পুড়ো মাঠছিলো গুরু ভক্ত ভাইদের দখলে কাধে কাধ রেখে নেচে গেয়ে গুরুর সাথে শীত কে করেছে বিদায়। সবাই এভাবে পাশে থাকলে আবারো হবে এমন আয়োজন ।

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *