ঘুমে ঘুমে পালকি চড়ে, যেতে হবে অন্ধ ঘরে, ঘরের ভিতর আলো নাই …
লাকি আখন্দ ভাই এর অকাল মৃত্যুতে আমরা ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর সকল দুষ্টু গভীরভাবে শোকাহত। লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া, ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া !!! এই গানটি উনার নিজের music আর সুর করা ছিল, যেটা উনি নিজেও একটি লাইভ শো’তে ২ লাইন গেয়ে গুরু জেমসের অনেক প্রশংসা করেছিলেন, উনাকে ভুলে থাকা কোনো দিন আর হবে না …।
পোষ্ট- ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***