গুরুর সাথে একসময় ফিলিংস ব্যান্ডে বাজাতেন “বেইজ বাবা’ নামে পরিচিত সুমন ভাই … গত ১৭ই জুন, ২০১৭ ইং উনাকে চিকিৎসার জন্য যাওয়া ব্যাংককের সকুমভিতে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে তার মুখমণ্ডলের বিভিন্ন অংশ ফেটে ও থেঁতলে যায়। বিশেষ করে তার চোয়াল ভেঙে যায় ও কানের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আর ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত তাকে পার্শ্ববর্তী স্যামিতিভেজ সুকুমভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১১ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সুমন ভাই এখন ভালো আছেন। আরও একমাস লাগবে সুস্থ হতে। এরপর চেকআপ করে আরও কয়েকটি অস্ত্রোপচার হতে পারে তার শরীরে। ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর পক্ষ হতে উনার জন্য দোয়া আর শুভ কামনা রইলো।
পোষ্ট- ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***