নিয়ম ২ = ইংরেজি তে গুরু বানান হবে GURU/Guru, শুধু এইভাবেই লিখবেন, অনেকেই ভুল করে এমন বানান লিখেন, যা দেখলে অনেক কষ্ট লাগে গুরু ভক্তদের, কারো “গুরু” বলতে সমস্যা হলে অবশ্যই জেমস ভাই বলতে হবে, শুধু নাম ধরে ডাকা যাবে না ।
ইংরেজিতে GURU লিখতে গিয়ে অনেকেই এমন শব্দ লিখে (অবশ্যই না জেনে ধরে নিলাম), যা দেখে কারো মাথা স্বাভাবিক ভাবে কাজ করে না, তাই এই ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না, ভালো করে দেখে গুরু লিখতে হবে নাহলে সমস্যা হবে দুষ্টুরা, আর যদি গুরু বলতে সমস্যা (!) হয়, তাহলে জেমস ভাই অথবা নগরবাউল জেমস বলতে হবে, শুধু নাম ধরে ডাকা যাবে না, আশা করছি এই নিয়ম নিয়ে কারো কোনো সমস্যা হবে না ।
নিয়ম ২
with
no comment