নিয়ম ৭ = ব্যাক্তিগতভাবে কাউকে অযথা রাগানোর বা আঘাত করে কিছু বলার চেষ্টা করবেন না, কারো কোনো পোস্ট/কমেন্ট খারাপ লাগলে অবশ্যই এডমিনদের জানাতে হবে ।
আমরা সকল দুষ্টুদের কথা ও কাজ ১০০% মিলবে এমন কোনো কথা নেই, যার যার চিন্তা ধারা তার তার কাছে, তবে এই নিয়ে গ্রুপে অযথা একটা তর্ক বা বিবাদ দেখা দিবে এমনটা অবশ্যই এখানে কেউ চায় না, যদি কারো কোনো পোস্ট/কমেন্ট এর কারণে কারো খারাপ লাগে সেটা অবশ্যই এডমিনদের জানাতে হবে অথবা যার কারণে এই সমস্যা তার সাথে ইনবক্সে মীমাংসা করে নেয়াটা ভালো, কারণ আমাদের সবার পরিচয় এক, আমরা গুরুর দুষ্টু ছেলের দল ।
নিয়ম ৭
with
no comment