ওরে সালেকা ওরে মালেকা, আসি আসি বলে তুমি আর এলেনা, আলাল ও দুলাল, অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছো, রেল লাইনের ঐ বস্তিতে, বাঁধা দিও না, এতো সুন্দর দুনিয়ায় কিছুই রবে না, ও চাঁদ সুন্দর রূপ তোমার, বাংলাদেশের বাঙালি, লালন ও নই, পাপড়ি কেন বোঝে না, হারিয়ে গেছে খুঁজে পাবো না ইত্যাদি গান গুলোর সাথে পরিচিত নয় এমন বাংলাভাষী খুব কম আছে পৃথিবীতে। জ্বী, মোহাম্মদ মাহবুবুল হক খান / পপ সম্রাট / গুরু আজমখানের কথাই বলছি। আজ উনার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ব্যান্ড সংগীতে উনার অবদান বলে শেষ করার মতো নয়, হয়তো উনার জন্যই আজ আমরা ব্যান্ড সংগীত এত বেশি ভালোবাসি। উনার গান দিয়েই আমার মতো অনেকের ব্যান্ডের গান শুনা আরম্ভ হয়েছে। উনার প্রথম কনসার্ট পুরান ঢাকার বালুমাঠে দেখেছিলাম বড় ভাইয়ের সাথে, যেটা আমার জীবনের প্রথম কনসার্ট। সালটা ঠিক মনে নেই, ক্লাস সিক্স-সেভেন (১৯৮৮-৮৯) এ পড়তাম। গুরু জেমসের তুলনা যেমন গুরু জেমস নিজেই, ঠিক তেমনি পপ সম্রাট / গুরু আজমখানের সমতুল্য আর কেউ হবে না। ***গুরু জেমসের “দুষ্টু ছেলের দল”*** এর পক্ষ হতে উনাকে সালাম আর শ্রদ্ধা রইলো।
পোষ্ট- ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***