13592376_1124118854321790_6763425898469236207_n

ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০১৮

* সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে ঈদের খুশি প্রতি বৎসরের ন্যায় এবছরেও ভাগাভাগি করার জন্য দেশে ও বিদেশে অবস্থানকৃত দুষ্টুদের সম্মিলিত প্রচেষ্টায় আরও কিছু কাপড় কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। ২০১০ সাল হতে আপনাদের সবার ভালোবাসায় পরিচালিত এই প্রিয় গ্রুপের এই মহৎ কার্যে যারা ইচ্ছা থাকা সত্ত্বেও শরিক হতে পারেন নি অথবা পারছেন না, আমাদের সবার জন্য দোয়া করবেন, যাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সামান্য হলেও প্রতি বছরের মতো গরিব-মিসকিনদের মুখে হাসি ফুটাতে পারে। আর এই সব কিছুই সম্ভব হচ্ছে আপনার/আমাদের সবার একতার জন্য। ২০ রমজানের পর সবার সুবিধা মতো সময় নির্ধারণ করেই বিতরণ করা হবে যেভাবে গতবার ২০১৭ ইং সালে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোট ৮ টি জেলায় ১ম ধাপে গাইবান্ধা, ২য় ধাপে লক্ষ্মীপুর, ৩য় ধাপে রংপুর জেলা, ৪র্থ ধাপে যশোর জেলা, ৫ম ধাপে সিলেট জেলা, ৬ষ্ঠ ধাপে ভোলা জেলা, ৭ম ধাপে সাতক্ষীরা এবং ৮ম ধাপে ঢাকা জেলার মিরপুর বস্তি এবং নারায়ণগঞ্জ জেলার পথশিশুদের মাঝে মোট ২৬০ টি ঈদের নতুন জামা বিতরণ করে তাদের সাথে ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগাভাগি করার চেষ্টা করেছিলাম, এইবার ও বিতরণের সময় বাচ্চাদের মুখের হাসি সামনা-সামনি দেখার বিশেষ অনুরোধ রইলো সবাইকে, যেটা দেখে আপনার চোখে অশ্রু ধরে রাখতে পারবেন না। আল্লাহ ভরসা। সবাইকেই এইভাবেই সর্বদা পাশে চাই। ধন্যবাদ।

ছবিঃ ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি ২০১৬

Special salute – Stobdho Jhorna

33160525_1833564996710502_5779247305609707520_n

ইফতার ও দোয়া মাহফিল ২০১৮

ইনশাআল্লাহ আগামী ৮ই রমজান শুক্রবার, (২৫শে মে, ২০১৮) **গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”** এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সাথে থাকবেন প্রাণের ব্যান্ড নগর বাউলের সম্মানিত সদস্যবৃন্দ।
ইনশা আল্লাহ দেখা হবে পুরান ঢাকায় ঐতিহ্যবাহী #নিরব_হোটেলে।

IMG_9321

আনন্দ ভ্রমন – ২০১৮ ( ১ম পর্ব )

আজকের দিনটা এতটা আনন্দের হবে আগে অনুমান করতে পারি নি আমরা । এই দিনের কথা লেখা ছিল মোট ১০টা পাতায় । সখি যমুনায় জল আনিতে যেও না কালা বসে আছে ঘাপটি মেরে , বারন থাকা সত্ত্বেও সেই যমুনায় চলে গেলাম, বারন না মেনে কারন মোরা স্বাসন মানি না বারন শুনি না । মনপুর জংশন থেকে ছুটে চলেছি যমুনার পাড়ে, চিরোচেনা প্রিয় এই ষ্টেশনে ট্রেন টা আমাকে নামিয়ে দিল ও ও ও । ট্রেন থেকে নেমেই আমরা স্টেশন এর পাশে ছোট্র একটি ঘরের হোটেল এ খেয়ে নিলাম, গল্পে গানে আর গানে গল্পে চলে গেলাম যমুনায় । নৌকা ভাড়া করে সারাদিন যা হল তা পুরটাই একটা ইতিহাস । বাকি টা ২য় পর্বে ………. (ভিডিও সহ)

সাউন্ড সিস্টেম আর সার্বিক সহযোগিতা করে স্থানীয় আমাদের আরেক দুষ্টু Rakibul Islam , রাকিব কে অনেক অনেক ধন্যবাদ আমাদের কে সাহায্য করার জন্য । ধন্যবাদ জানাচ্ছি @দুরের পথিক ভাই কে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় ডলার ভাই কে ।
আর সঠিকভাবে দিকনির্দেশনা দেয়ার জন্য ভালবাসা রইলো আমাদের প্রাণের প্রিয় ভাই @Washim Ahmed ভাই কে আর ভালবাসা রইলো তাদের জন্য যারা আজকের আয়োজন টা কে সফল করেছে ।

26756595_1695492997184370_3073318027777123_o

আর্মি স্টেডিয়ামের মাঠ ছিলো গুরু ভক্ত ভাইদের দখলে

প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সেই প্রানের বড় ভাই কে যিনি আমাদের কন্সার্ট দেখার সুযোগ করে দিয়েছন। সাথে আমাদের সবার প্রানের ভাই জানের ভাই Washim Ahmedভাই তানজির আহমেদ ডলার ভাই সহ LR Khokon ভাই কে যাদের জন্য আমরা এমন একটা সুন্দর প্রোগ্রাম দেখতে পেলাম। আর আমার গুরু ভক্ত ভাইদের কথা কি বলবো কাল যেনো পুড়ো মাঠছিলো গুরু ভক্ত ভাইদের দখলে কাধে কাধ রেখে নেচে গেয়ে গুরুর সাথে শীত কে করেছে বিদায়। সবাই এভাবে পাশে থাকলে আবারো হবে এমন আয়োজন ।