35464011_588349064871469_1175130694595117056_n

দেশের বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে  ভাগাভাগি করতে ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায়  শিশুদের কে ঈদ বস্ত্র বিতরণ করে । হতে গত ১৫/০৬/২০১৮ ইং ২৯ রমজান গাজীপুর জেলার মুন্সিপাড়া থেকে শুরু হয়ে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর
  • ১.গাজীপুর – ২০টি,
  • ২.সিলেট – ৩০টি,
  • ৩.গাইবান্ধা – ২৩টি,
  • ৪.জামালপুর – ৩২টি,
  • ৫.বরিশাল – ২০টি,
  • ৬.রংপুর – ২০টি,
  • ৭.যশোর – ২০টি,
  • ৮.ফেনী – ৩৫টি,
  • ৯.চট্টগ্রাম – ২০টি,
  • ১০.ঢাকা – ৬৫টি,
  • ১১.কিশোরগঞ্জ – ২০টি,
  • ১২.নারায়ণগঞ্জ – ২০টি,
  • ১৩.ভোলা – ২০টি)
মোট ১৩টি জেলায় ৩৪৫ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ কার্য সম্পন্ন করা হয়েছে। দেশে-বিদেশে অবস্থান করছেন এমন সকল দুষ্টুদের সম্মিলিত আর্থিক, আত্মিক ও শারীরিক সহযোগিতা ছাড়া যা কখনো সম্ভব ছিল না। সবাইকে অনেক অনেক দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা আর শুভেচ্ছা এই ইতিহাসটি রচনা করার জন্য।