26756595_1695492997184370_3073318027777123_o

আর্মি স্টেডিয়ামের মাঠ ছিলো গুরু ভক্ত ভাইদের দখলে

প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সেই প্রানের বড় ভাই কে যিনি আমাদের কন্সার্ট দেখার সুযোগ করে দিয়েছন। সাথে আমাদের সবার প্রানের ভাই জানের ভাই Washim Ahmedভাই তানজির আহমেদ ডলার ভাই সহ LR Khokon ভাই কে যাদের জন্য আমরা এমন একটা সুন্দর প্রোগ্রাম দেখতে পেলাম। আর আমার গুরু ভক্ত ভাইদের কথা কি বলবো কাল যেনো পুড়ো মাঠছিলো গুরু ভক্ত ভাইদের দখলে কাধে কাধ রেখে নেচে গেয়ে গুরুর সাথে শীত কে করেছে বিদায়। সবাই এভাবে পাশে থাকলে আবারো হবে এমন আয়োজন ।

26238856_1695492980517705_1654270907828599204_n

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***

গত ১২ই জানুয়ারী, গুরুর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম (উন্নয়ন ও সাফল্যের ৪ বছর) কনসার্টের কিছু মুহূর্ত ! আমাদের সম্মানিত বড় ভাই এবং আমাদের এই প্রিয় গ্রুপের ক্ষুদ্র প্রচেষ্টার কারণে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা শতাধিক দুষ্টু আজকে গুরুর কনসার্টে উপস্থিত ছিলেন, শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আনন্দ করেছেন, আপনাদের এই মিলনমেলা এক ইতিহাস হয়ে থাকবে আশা করছি। আর যারা দুপুর ৩ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আসা সকল দুষ্টুদের প্রবেশের জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে স্যালুট জানাই, বিশেষ করে LR Khokon দুরের পথিক তানজির আহমেদ ডলার Fahim Ahmed Faf Mahfuz Anam Sagor James Liton P Mahbubur Rahman Miraj Haque Jamil Kawsar Sujon সহ আরো অনেকেই। আপনারা সবাই খুশি তো ? দুষ্টুরা, এই খেলাই শেষ খেলা নয়, আবার খেলা হবে নিশ্চয় ! উম্মাহ।