শীত-বস্ত্র-বিতরণ-২০১৬

শীত-বস্ত্র বিতরণ ২০১৬

***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”*** এর সকল দুষ্টুদের সালাম জানিয়ে আবারও স্মরণ করতে চাই আমাদের সেই স্লোগান, “সর্বহারা যতো মানুষ আছে, সব আমাদের প্রতিবেশী”, এই স্লোগান এর সাথে অতীতেও সকল দুষ্টুদের নিয়ে রমজান মাসে এতিম বাচ্চাদের ইফতার, পথ-শিশুদের ঈদের নতুন জামা বিতরণ, অসহায় মানুষদের শীত-বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষ রোপন ইত্যাদি করে আসছি, আগামিতেও ইন-শা-আল্লাহ সকল কে পাশে নিয়ে কাজ করে যাবো। যাই হোক, মূল কথায় আসি, প্রতি বছরের মতো এই বছর শীতে অসহায়দের মাঝে শীতবস্ত্রের কালেকশন সবাইকে নিয়ে আরম্ভ করতে চাচ্ছি, তাই আগামী ০৯-১২-২০১৬ ইং (শুক্রবার) যার পক্ষে যা সম্ভব (নতুন-পুরোনো শীত বস্ত্র) তাই নিয়ে বিকেল ৪ টায় টি-এস-সি তে হাজির হবো, যারা সেদিন কোনো কারণে আসতে পারবেন না, তারা ১৬ই ডিসেম্বর একই সময় ও স্থানে বিতরণের সময় উপস্থিত থাকবেন বলে আশা করছি।

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *