গত ১২ই জানুয়ারী, গুরুর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম (উন্নয়ন ও সাফল্যের ৪ বছর) কনসার্টের কিছু মুহূর্ত ! আমাদের সম্মানিত বড় ভাই এবং আমাদের এই প্রিয় গ্রুপের ক্ষুদ্র প্রচেষ্টার কারণে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসা শতাধিক দুষ্টু আজকে গুরুর কনসার্টে উপস্থিত ছিলেন, শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আনন্দ করেছেন, আপনাদের এই মিলনমেলা এক ইতিহাস হয়ে থাকবে আশা করছি। আর যারা দুপুর ৩ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আসা সকল দুষ্টুদের প্রবেশের জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে স্যালুট জানাই, বিশেষ করে LR Khokon দুরের পথিক তানজির আহমেদ ডলার Fahim Ahmed Faf Mahfuz Anam Sagor James Liton P Mahbubur Rahman Miraj Haque Jamil Kawsar Sujon সহ আরো অনেকেই। আপনারা সবাই খুশি তো ? দুষ্টুরা, এই খেলাই শেষ খেলা নয়, আবার খেলা হবে নিশ্চয় ! উম্মাহ।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***
with
no comment