প্রসঙ্গ গুরু র ছবিঃ
“” গুরু জেমস “” ভাললাগা ভালবাসার একটি শুধু নামই নয়, একটা ছেলের উন্মাদনার কেন্দ্রবিন্দু, যার কন্ঠে ইতিহাস মনে করে কেদে উঠে রাতদিন । কত স্মৃতি কত কথা এই একটা মানুষ কে জুড়ে, সেই ৯০ দশকের কথা শুধু একটা মাত্র পোস্টার বা ভিউ কার্ড এর জন্যে ক্যাসেট এর দোকানের সামনে লাইন দিয়ে থাকতো গুরু ভক্তরা। আর আজকে গুরু র লাখ লাখ ছবি অনলাইনে, নতুন প্রজন্মকে হয়তো সেই ৯০ দশকের কষ্ট টা আর করা লাগছে না গুরু র ছবির জন্য । কিন্তু খুব কষ্ট লাগে যখন কিছু কিছু অস্পষ্ট বা অস্বাভাবিক কিছু ছবি কেউ ফেসবুকে পোষ্ট করে ।
আমরা ফেসবুকে গুরু র যে সমস্ত ছবি পোষ্ট করি, তার মধ্যে হয়তো অনেক সময় অনেক ছবি থাকে যা দেখতে ভাল দেখায় না বা অস্পষ্ট । আমরা সবাই জানি গুরু ফেসবুকে একটিভ থাকেন অতএব আপনার আমার পোষ্ট করা সেই ছবি টি হয়তো গুরু’র চোখেও পরবে । আর তাই এমন কোন ছবি পোষ্ট আমরা না করি যেসব ছবি গুরু কে অস্পষ্ট বা অস্বাভাবিক লাগছে । মনে রাখবেন সবাই গুরু কিন্তু একজন ফটোগ্রাফার ।
গুরু কে শুধু ভালবাসলেই হবে না উনার ব্যক্তিত্ব্য নিয়ে ও ভাবতে হবে ।
— Post to ***গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”***