rules-4

নিয়ম ৪

নিয়ম ৪ = তর্ক সৃষ্টি হতে পারে এমন কোনো পোস্ট/কমেন্ট করা যাবে না, কেউ ব্যাক্তিগত/অন্য গ্রুপ/পেইজ এর পোস্ট এই গ্রুপে শেয়ার করবেন না, নতুন করে পোষ্ট করবেন, তবে আমাদের নিজস্ব গ্রুপ পেজ এর পোস্ট শেয়ার করা যেতে পারে, কোনো কার্টুন কমেন্ট করা যাবে না। NO Add me, good morning, hi/hello এই রকম কিছু কমেন্ট করা যাবে না ।
একটা উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যাক, * গুরুর প্রিয় রং কি ? এই প্রশ্নটা অবশ্যই তর্কমূলক। কারণ কেউ বলবে লাল, কেউ সবুজ, কেউ কালো, কেউ নীল। তবে এইটা তর্কমূলক হবে না যদি কেউ গুরুর নিজের মুখের অডিও অথবা ভিডিও উত্তর টি দেখাতে পারে, কেউ নিজের টাইমলাইন, গ্রুপ অথবা পেইজের লিংক বা পোষ্ট শেয়ার করে এই প্রিয় গ্রুপ টাকে বিজ্ঞাপনের মাধ্যম বানাবেন না। অনেকেই Add me, good morning, hi/hello, LIKE পাওয়ার কথা উল্লেখ করে পোষ্ট করেন, তাদেরকে বলতে চাই আপনার পোষ্টে লাইক দেয়ার জন্য আমরা কেউ এখানে মিলিত হইনি, তবে আমরা সবাই একে অপরের পোষ্টে কমেন্ট করে আরও পোষ্ট করার জন্য উৎসাহ দিবো। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা : গুরুর ব্যক্তিগত জীবন সংক্রান্ত কোনো পোষ্ট বা কমেন্ট না করলেই ভালো, যেমন : গুরুর মোবাইল নাম্বার, বাসার ঠিকানা, গুরুর একান্ত ব্যক্তিগত বিষয় ইত্যাদি ।

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *