নিয়ম ৩ = নিজের কোনো একক/ ব্যাক্তিগত ছবি পোস্ট করা যাবে না, তবে এই গ্রুপের যে কোন প্রোগ্রামের গ্রুপ ছবি পোষ্ট করা যাবে, গুরুর সাথে অথবা নগরবাউল ব্যান্ড মেম্বারদের সাথে কেউ ছবি তুললে অবশ্যই গর্বের সাথে পোস্ট করা যাবে, গুরুর ছবির সাথে নিজের ছবি এডিট করা যাবে না, জেমস গুরু’র ছবি তে নিজের নাম/আইডি লিখবেন না তবে আমাদের গ্রুপ এর নাম ছোট করে যেকোনো এক সাইডে দেয়া যেতে পারে যাতে ছবির সৌন্দর্য নষ্ট না হয়, যদি জেমস গুরু’র সাথে অন্য কোনো ব্যান্ড গায়কের ছবি থাকে, সেটা এডিট করে, কেটে বাদ দিয়ে, শুধু গুরু জেমস এর ছবি পোস্ট করতে হবে ।
এই বিষয়টা খুব পরিষ্কার করে লিখা আছে, তবুও কোনো কনফিউশন থাকলে নিচে কমেন্ট করবেন। বলে রাখি, আমরা দেশের সকল গায়কদের সম্মান করি বিশেষ করে পপ সম্রাট আজম খান, বাচ্চু ভাই, হাসান ভাই, পার্থ দা, নকিব ভাই, মাকসুদ ভাই, হামিন-শাফিন ভাই সহ সকল ব্যান্ড গায়কদের মন থেকে শ্রদ্ধা আর পছন্দ করি, এতে কোনো সন্দেহ নাই. আর এইটা যেহেতু শুধু মাত্র গুরু জেমসের দুষ্টুদের গ্রুপ, তাই আমরা সবাই একটা ভিন্নতা আনতে চাই, শুধু মাত্র গুরুর প্রকৃত দুষ্টুদের জন্য এই আয়োজন যেখানে প্রায় ৯৫% হ্যাঁ ভোটে এই নিয়ম করা হয়েছিল। এখন দেখা গেলো গুরুর সাথে এমন একজন ব্যান্ড গায়কের ছবি আছে যাকে/যার গান কিছু দুষ্টু পছন্দ না ও করতে পারে, কমেন্টে অযথা একটা তর্ক হতে পারে, যেমনটা ২০১০-২০১২ আমরা দেখেছিলাম, সেটা আর দেখতে চাই না বলেই এই সিদ্ধান্ত, আশা করি বুঝাতে পেরেছি ।
নিয়ম ৩
with
no comment