ওরে দেখে যারে তুই
রাতের নিরবতা
ওরে দেখে যারে তুই
ব্যস্ত পূর্নিমা
শুধু পরে আছি আমি একা
জীবনের মাঝপথে
আমাকে দেখে যা
নিস্তেজ হয়ে পরা দেহের শিরাগুলো
চিৎকার দিয়ে বলে
আমাকে দেখে যা..।
বিবর্ন মন যেন বিষাদেরই ঠিকানা
বৃষ্টি যেন ছবিহীন কাফন সাদা
তবু পুরোনো কোন কবিতার মাঝে
খোঁজে সে
কম্পিত চেনা সেই প্রিয়ার অধর
নিস্তেজ হয়ে পরা দেহের শিরাগুলো
চিৎকার দিয়ে বলে
আমাকে দেখে যা..
— listening to নগর বাউল গুরু জেমস.