আজকের দিনটা এতটা আনন্দের হবে আগে অনুমান করতে পারি নি আমরা । এই দিনের কথা লেখা ছিল মোট ১০টা পাতায় । সখি যমুনায় জল আনিতে যেও না কালা বসে আছে ঘাপটি মেরে , বারন থাকা সত্ত্বেও সেই যমুনায় চলে গেলাম, বারন না মেনে কারন মোরা স্বাসন মানি না বারন শুনি না । মনপুর জংশন থেকে ছুটে চলেছি যমুনার পাড়ে, চিরোচেনা প্রিয় এই ষ্টেশনে ট্রেন টা আমাকে নামিয়ে দিল ও ও ও । ট্রেন থেকে নেমেই আমরা স্টেশন এর পাশে ছোট্র একটি ঘরের হোটেল এ খেয়ে নিলাম, গল্পে গানে আর গানে গল্পে চলে গেলাম যমুনায় । নৌকা ভাড়া করে সারাদিন যা হল তা পুরটাই একটা ইতিহাস । বাকি টা ২য় পর্বে ………. (ভিডিও সহ)
সাউন্ড সিস্টেম আর সার্বিক সহযোগিতা করে স্থানীয় আমাদের আরেক দুষ্টু Rakibul Islam , রাকিব কে অনেক অনেক ধন্যবাদ আমাদের কে সাহায্য করার জন্য । ধন্যবাদ জানাচ্ছি @দুরের পথিক ভাই কে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় ডলার ভাই কে ।
আর সঠিকভাবে দিকনির্দেশনা দেয়ার জন্য ভালবাসা রইলো আমাদের প্রাণের প্রিয় ভাই @Washim Ahmed ভাই কে আর ভালবাসা রইলো তাদের জন্য যারা আজকের আয়োজন টা কে সফল করেছে ।